About Us
জীবনে ফিট ও সুস্থ থাকতে হলে দৈনন্দিন খাবারের প্রতি আমাদের পূর্ণ মনোযোগী হতে হবে। দূর করতে হবে দৈহিক দুর্বলতা ও বাড়াতে হবে পর্যাপ্ত সক্ষমতা। শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর কার্যকরী খাবারগুলোর মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক ও ন্যাচারাল ফুড।
পথ চলার শুরু লগ্ন থেকে আমরা আল ইসরা বিডি পরিবার অর্গানিক ও ন্যাচারাল খাদ্য পণ্যের সরবরাহকারী হিসাবে বিশ্বস্ততা ও সততার সাথে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যকর এবং টেকসই জীবনধারার জন্য প্রাকৃতিক খাদ্যের গুরুত্ব অপরিসীম। তাই আমরা আমাদের প্ল্যাটফর্মে সম্মানিত গ্রাহকদের জন্য অত্যন্ত যত্নের সাথে অর্গানিক ড্রাই ফ্রুট, বাদাম, বীজ, এবং প্রাকৃতিক মধু সহ নানান ধরনের ন্যাচারাল খাদ্যপন্যের সমাহার রেখেছি।
আমরা কৃষকদের সাথে সরাসরি কাজ করি যারা টেকসই কৃষি পদ্ধতি অনুসরণ করে জৈব ফসল উৎপাদন করে। এর ফলে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের পণ্যগুলোতে কোন ক্ষতিকর রাসায়নিক বা সংযোজিত উপাদান নেই। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানসম্মত পণ্য এবং সেবা প্রদান করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ও বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য প্রকৃতির আসল স্বাদ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
উৎকৃষ্ট মানের সেরা পণ্য সংগ্রহই আমাদের প্রচেষ্টা।
বীজ বপন
যে ব্যক্তি কোন বৃক্ষ রোপণ করল, আল্লাহ রব্বুল আলামীন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন।-মুসনাদে আহমাদ
সাক্ষাৎ
কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করার কাজও হয়।-মুসলিম
সত্য
সত্য মুক্তির পথ দেখায় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্য তিক্ত হলেও তার ফল খুবই মিষ্ট হয়। তাই তো সত্যবাদীদের সঙ্গী হতে কুরআন নির্দেশ করেছে।
আপনি কেন AL ISRA BD চয়েজ করবেন?
কারন আমরাই কৃষকদের সাথে সরাসরি কাজ করি যারা টেকসই কৃষি পদ্ধতি অনুসরণ করে জৈব ফসল উৎপাদন করে। এর ফলে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের পণ্যগুলোতে কোন ক্ষতিকর রাসায়নিক বা সংযোজিত উপাদান নেই। সমগ্র দেশ থেকে গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানসম্মত অর্গানিক ও ন্যাচারাল পণ্য সংগ্রহ এবং উৎকৃষ্ট সেবা প্রদান করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ও বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য প্রকৃতির আসল স্বাদ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
Our goal is to create a product and service that you’re satisfied with and use it every day. This is why we’re constantly working on our services to make it better every day and really listen to what our users has to say.